কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রুডো
- By Jamini Roy --
- 08 January, 2025
কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে পরিণত করার প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। মঙ্গলবার (৭ জানুয়ারি) সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে ট্রুডো স্পষ্ট জানিয়ে দেন, কানাডার স্বাধীনতা অটুট থাকবে।
তিনি লেখেন, "কানাডার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই। কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।"
মার-এ-লাগোতে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি কি কানাডা অধিগ্রহণে সামরিক শক্তি ব্যবহার করার কথা বিবেচনা করছেন? জবাবে ট্রাম্প বলেন, "সামরিক শক্তি নয়, বরং অর্থনৈতিক শক্তি ব্যবহার করব।"
ট্রাম্প দীর্ঘদিন ধরে কানাডার অর্থনীতি নিয়ে সমালোচনা করে আসছেন। তিনি কানাডার রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রে কানাডার প্রায় ৭৫% পণ্য ও সেবা রপ্তানি হয়, যা দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, "ট্রাম্প বুঝতে পারেননি কীভাবে কানাডা একটি শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমরা এমন হুমকিতে কখনোই পিছপা হব না।"
এদিকে, রক্ষণশীল নেতা পিয়েরে পোইলিভর সামাজিকমাধ্যম এক্সে বলেন, "কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে না। এটি একটি মহান ও স্বাধীন দেশ।"
ট্রুডো সম্প্রতি তার ক্ষমতাসীন লিবারেল পার্টি থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। লিবারেল পার্টির পরবর্তী নেতা আগামী নির্বাচনে দলের প্রতিনিধিত্ব করবেন।
কানাডার নেতারা বারবার তাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি জোর দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও, দেশটি কখনোই তাদের নিজস্ব রাষ্ট্রীয় সত্তা নিয়ে আপস করতে চায় না।